শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

অবৈধ কর্মকাণ্ডের জন্য নিজ ফ্ল্যাট থেকে অভিনেত্রী গ্রেফতার

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

অবৈধ মাদক বিক্রির অভিযোগে ভারতীয় এক অভিনেত্রীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। কেরালার বন্দরনগর কোচির ত্রিকক্করা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অশ্বথী বাবু মালায়লম ছবির পাশাপাশি ছোটপর্দারও জনপ্রিয় মুখ।

সূত্রের খবর, ‘এমডিএমএ’ নামের ওই মাদক বিক্রির জন্য কোচিতে নিজের ফ্ল্যাটে এক ক্রেতার জন্য অপেক্ষা করছিলেন ওই দু’জন। পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। ফলে সে সময় অভিনেত্রীর ফ্ল্যাটে পুলিশ উপস্থিত হয়ে তাঁদের গ্রেফতার করে। এ সময় অভিনেত্রীর গাড়ি চালককেও গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অশ্বথীর কাছ থেকে এমডিএমএ জাতীয় মাদক পাওয়া গেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে নৈশপার্টিতে ইদানীং এই মাদক ব্যবহার হচ্ছে বলে জানা গেছে।

পুলিশ আরো জানায়, ‘অশ্বথীর কাছে বেআইনি মাদক রয়েছে আমরা জানতাম। গত কয়েক সপ্তাহ ধরেই ওঁর ওপর নজরদারি চলছিল। বেঙ্গালুরু থেকে ওই মাদক আনা হত। কিন্তু কে পাঠাতো, সেটা এখনও জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।

বেআইনিভাবে মাদক বিক্রি ছাড়াও মাদক মজুত রাখার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।