মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

৩০ কোটি ডলার ব্যয়ে মার্কিন রণতরী আনছে সৌদি আরব-আমিরাত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

ইরানকে মোকাবিলার জন্য সদা প্রস্তুত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। তাই এবার মার্কিন রণতরী আনছে দেশ দু'টি। আর এই জন্য যুক্তরাষ্ট্রকে ৩০ কোটি ডলার পরিশোধ করেছে তারা। 

জানা গেছে,  যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ নামের এক বিমানবাহী রণতরী পাঠিয়েছে। এই রণতরী রক্ষণাবেক্ষণের জন্য বছরে ব্যয় হয় ২৪ থেকে ৩২ কোটি ডলার। সৌদি আরব ও আমিরাত ইতোমধ্যে তা পরিশোধ করেছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, আমরা মধ্যপ্রাচ্যে রণতরী পাঠাব। তবে প্রতি সেকেন্ডের জন্য সৌদি আরব ও আরব আমিরাতকে এর খরচ দিতে হবে।