মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

এখনই রুখে দাঁড়াতে হবে: রুহানি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩১ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

রবিবার মাঝরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন, ‘‘যুদ্ধ করলে ইরান কিন্তু শেষ।’’ 

ট্রাম্পের দাবি, তার বিশ্বাস শীঘ্রই আলোচনার টেবিলে বসতে চাইবে তেহরান। তারই জবাবে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি স্পষ্ট জানালেন, আমেরিকার সঙ্গে এখনই কোনও কথা নয়। ওয়াশিংটনের চাপানো ধারাবাহিক নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক যুদ্ধ’-এর আখ্যা দিয়ে নিজেদেরই আরও শক্তিধর হওয়া উচিত বলেও মন্তব্য করেন রুহানি। 

তার কথায়, ‘‘এটা আলাপ-আলোচনার সময় নয়। এখন রুখে দাঁড়ানোটাই হল আসল কাজ।’’

 

এরআগে ‘রেভোলিউশনারি গার্ডস’ বাহিনীকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ আখ্যা দেন ট্রাম্প। পাল্টা ইউরেনিয়াম রফতানি বন্ধের হুমকি দেন রুহানি। পরিস্থিতি এর পর থেকেই খারাপের দিকে যায়। উপসাগরীয় এলাকা জুড়ে বোমারু বিমান, নৌবহর মোতায়েন শুরু করে দেয় আমেরিকা। প্রশ্ন ওঠে, মার্কিন নিষেধাজ্ঞা তুলতে মরিয়া ইরানও এবার আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাত চাইছে? এই নিয়ে তেহরানের পক্ষ থেকে সরকারি ভাবে এখনও কেউ তা বলছেন না। তবে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে রুহানি পাল্টা চাপ বাড়ালেন বলেই মনে করা হচ্ছে।