রণবীর-সারার প্রথম রসায়ন!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
সবে মুক্তি পেয়েছে 'সিম্বা'-র ট্রেলর। রোহিত শেঠি পরিচালিত এই সিনেমায় রণবীর সিং-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সারা আলি খান। যেখানে 'রাউডি' পুলিশ অফিসার সিম্বার বান্ধবীর ভূমিকায় দেখা যাচ্ছে সাইফ-কন্যাকে।
ধর্মা প্রোডাকশনের এই সিনেমার ট্রেইলর মুক্তি পাওয়ার পর এবার সামনে এলো প্রথম গান 'আখ মারে'। ৯-এর দশকের কুমার শানুর জনপ্রিয় গানের রিমেক শোনা যাবে 'সিম্বা'-য়। সেই সঙ্গে যুক্ত হয়েছে রণবীর এবং সারার মতো বলিউডের নতুন জুটির অন্যরকম রসায়ন।
'আখ মারে' গানে রণবীর সিং এবং সারা আলি খানের সঙ্গে কোমর দোলাতে দেখা গেছে টিম 'গোলমাল'-কে। অর্থাৎ তুষার কাপুর, শ্রেয়স তলপড়ে এবং আরশাদ ওয়ারসিকে। শুধু তাই নয়, সিনেমার ট্রেইলরের শুরু এবং শেষে 'সিঙ্ঘম' অজয় দেবগণকেও দেখা গেছে বেশ কয়েক মুহূর্তের জন্য। যা এই সিনেমায় এক অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করছে বি টাউনের একাংশ।
এদিকে সদ্য মুক্তি পেয়েছে সারা আলি খানের প্রথম সিনেমা 'কেদারনাথ'। এই সিনেমা দিয়েই বলিউডে ডেবিউ করছেন সাইফ-কন্যা সারা।
