৪ গুণ ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে ইরান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫৭ এএম, ২২ মে ২০১৯ বুধবার

ইউরোনিয়াম সংক্রান্ত ছয়-জাতি চুক্তি থেকে বেরিয়ে গিয়ে আবারও ইরানের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে করে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে ইরান। এরপর স্বল্প-সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন চার গুণ বাড়িয়েছে দেশটি। ইরানের পারমাণবিক সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি এই তথ্য নিশ্চিত করেছেন। খবর ফার্স ও তাসনিমের।
কামালভান্দি আরও জানান, জাতিসংঘের আণবিক পর্যবেক্ষক ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-কে আগেভাগেই এ ব্যাপারে অবহিত করা হয়েছে।
তিনি বলেন, ‘স্বল্প-সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের জন্য ৩০০ কেজির যে সীমা বেঁধে দেওয়া আছে, তা অতিক্রম করতে আর বেশি সময় আমাদের লাগবে না।’
কামালভান্দি বলেন, পারমাণবিক চুক্তির সীমারেখার মধ্যেই ইরানের এই সেন্ট্রিফিউজ সমৃদ্ধিকরণ ত্বরান্বিত করার পদক্ষেপ অনুমোদিত।