মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫   পৌষ ৮ ১৪৩২   ০৩ রজব ১৪৪৭

ঘামের দুর্গন্ধ দূর করবে ‘কাঁকরোল’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪৭ এএম, ২২ মে ২০১৯ বুধবার

গরমে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। এই কারণে ঘামের সৃষ্টি হয়। আর ঘাম থেকেই হয় দুর্গন্ধ। অনেক সময় এই দুর্গন্ধের কারণে অনেক অপ্রীতিকর পরিস্থিতিতেও পড়তে হয়। এর হাত থেকে মুক্তি পেতে সুগন্ধি ব্যবহার করেন অনেকেই। তবে জানেন কি, খুব সহজ একটি উপায়ে এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। অবাক হলেও সত্যি যে, কাঁকরোল ব্যবহারেই ঘামের দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়া যায়। চলুন তবে জেনে নেয়া যাক পদ্ধতিটি-

প্রথমে কাঁকরোল ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিন অথবা বেটে নিন। গোসলের সময় কাঁকরোলের পেস্টটি স্ক্রাবের মতো গায়ে মেখে নিন। এবার ১০ মিনিট শরীরে ম্যাসাজ করে  ভালোভাবে ধুয়ে ফেলুন। এতে শরীরের দুর্গন্ধ কমে যাবে এবং ত্বকও ভালো থাকবে।