বিয়ের ২ সপ্তাহ পার না হতেই প্রিয়াঙ্কার সন্তানের গুঞ্জন!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের বিয়ে এখনও দুই সপ্তাহ পার হয়নি। এরই মধ্যে এ দম্পতির সন্তান ধারণ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
চলতি মাসের গত ১ ও ২ ডিসেম্বর মহাধুমধামের মধ্যেদিয়ে বিয়ের কাজটি সম্পন্ন করেন প্রিয়াঙ্কা-নিক।
বর্তমানে এ তারকা জুটি হানিমুনে ওমানে রয়েছেন। আগামী ২০ ডিসেম্বর মুম্বাইতে তাদের বিয়ের রিসিপশন অনুষ্ঠান। এর মধ্যে দম্পতিকে ঘিরে শোনা গেল এক নতুন খবর।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে হয়েছে, নিক সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে নিক জানিয়েছেন, তিনি তার বাড়িতে নতুন অতিথি চান।
সদ্য বিবাহিত নিক বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করে জানান, একটি নয়, অনেকগুলো সন্তান চান তারা। নিজের এই ইচ্ছার কথা ইতোমধ্যে প্রিয়াঙ্কাকে জানিয়েছেন তিনি। ওই সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকার হলিউড সুপারস্টার নিক জোনাস এমনটাই জানিয়েছেন।
