শনিবার   ১২ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৬ মুহররম ১৪৪৭

এমবাপ্পের কণ্ঠে পিএসজি ছাড়ার ইঙ্গিত!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৯ পিএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার

বর্তমান ফুটবল জগতের অনন্য চমক কিলিয়ান এমবাপ্পে। পিএসজি'র এই ফরোয়ার্ড ক্লাবের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন। তবে এবার তিনি দল ছাড়ার ইঙ্গিত দিলেন। রবিবার লিগ ওয়ানের সেরা খেলোয়াড় ও সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার গ্রহণকালে এ কথা জানান তিনি।

ফরাসি এই তারকার হাতে উঠেছে ফরাসি লিগের বর্ষসেরা ও সেরা উদীয়মানের পুরস্কার। জোড়া স্বীকৃতি পেয়ে তিনি উচ্ছ্বসি এমবাপ্পে বলেন, ‘এটাই এমন একটা শিরোপা যা এতোদিন আমি পাইনি। আমি সত্যিই অনেক খুশি। আমি সব মানুষকে ধন্যবাদ দিতে চাই যাদের সম্মিলিত প্রয়াসে লিগটা চলে। পরিবর্তিত জায়গায়, পরিবর্তিত খেলার ধরনে মানিয়ে নেওয়ার প্রথম বছর ছিল এটি যাতে আমি উত্তীর্ণই হয়েছি।’

ফরাসি ও স্প্যানিশ সংবাদ মাধ্যমে গেল কিছুদিন ধরেই এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন ভালোভাবেই শোনা যাচ্ছে। পিএসজি ফরোয়ার্ড বলেন, ‘ক্যারিয়ারের দ্বিতীয় বাঁকে এসে দাঁড়াচ্ছি আমি। এখানে আমি অনেক বিশাল ব্যাপার আবিষ্কার করেছি।’

 

পিএসজি তরুণের দাবি, ফরাসি চ্যাম্পিয়ন দলে হোক কিংবা অন্য কোথাও, যেখানেই থাকুন না কেন আরো বেশি দায়িত্বের ভার চান তিনি। এমবাপের ভাষায়, ‘এটা সম্ভবত আরো বেশি দায়িত্বভার গ্রহণের সময়। সেটা পিএসজিতেই ঘটতে পারে, আর তা হলে অনেক খুশি হব আমি। অথবা অন্য কোথাও, নতুন কোনো প্রকল্পেও হতে পারে সেটা।’