মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

৩০০ কোটি টাকা খরচ করে একটি আসনও পায়নি পামার!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার

নির্বাচনী প্রচারে কাড়ি কাড়ি টাকা ঢেলেও কুলকিনারা হয়নি অস্ট্রেলীয় ব্যবসায়ী ক্লাইভ পামার। তিনি তার নির্বাচনী প্রচারে ১.২০ কোটি ডলার খরচ করেও পার্লামেন্টের একটি আসনেও জিততে পারেননি।  

 

জানা যায়, অস্ট্রেলিয়ার সদ্য সমাপ্ত নির্বাচনের বাংলাদেশি টাকায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় করেন পামার। ইউনাইটেড অস্ট্রেলিয়া পার্টির পক্ষ থেকে তিনি প্রতিটি আসনের জন্যই প্রার্থী দাঁড় করিয়েছিলেন।

 

কিন্তু জাতীয় ভোটের মাত্র ৩.৪% পেয়েছে তাঁর দল। এমনকি নিজের ঘাঁটি কুইন্সল্যান্ডে বিরোধী নেতা বিল শর্টেনের উদ্দেশে একের পর এক নেতিবাচক প্রচার করেও গোহারা হেরেছে পামার দল ইউএপি। তার নির্বাচনী প্রচারণায় গুরুত্ব দেয়া বিরোধী দলের সম্পর্কে নেতিবাচক সব বিষয় তুলে ধরা।

 

উল্লেখ্য, ২০১৮ সাল থেকেই পামার বিলবোর্ড ও বিজ্ঞাপনে সিডনি-ব্রিসবেন ভাসিয়ে দেন। তবে তা ফলপ্রসূ না হলেও বিশেষজ্ঞদের মতে, নতুন জোট সরকার গঠনের পিছনে তাঁর প্রচারের বিশেষ অবদান ছিল।