শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

৬ মাস কোনো কাজ পাব না, যে কারণে বললেন শাহরুখ

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

বক্স অফিস যে একজন সুপার স্টারের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা গেল বলিউড বাদশা শাহরুখ খানের বক্তব্যে। সামনেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ড্রিম প্রোজেক্ট ‘‌জিরো’‌। বক্স অফিসে ছবি কতটা সফল হবে সেটা স্পষ্ট নয়। তাই আগে থেকে এই নিয়ে শঙ্কায় রয়েছেন কিং খান।

তিনি বলিউডের বাদশাহ ৷ তিনি কিং খান ৷ তাঁর ক্যারিশ্মায় বুঁদ গোটা দেশের সিনেপ্রেমীরা ৷ তাঁর মুখে নাকি এমন কথা! হ্যাঁ, আগামী ছবি ‘জিরো’ নিয়ে এতটাই ‘চাপের’ মুখে শাহরুখ ৷

আর হবে নাই বা কেন? গত কয়েক বছরে কোনও হিট নেই তাঁর লিস্টে ৷ একের পর এক বক্স অফিসে নিম্নমানের ব্যবসা করেছে ‘দিলওয়ালে’, ‘ফ্যান’, ‘রইস’, ‘যব হ্যারি মেট সেজল’ ৷ সে কারণেই সম্ভবত ‘জিরো’ নিয়ে চরম আশাবাদী শাহরুখ ৷

আর হবে নাই বা কেন? গত কয়েক বছরে কোনও হিট নেই তাঁর লিস্টে ৷ একের পর এক বক্স অফিসে নিম্নমানের ব্যবসা করেছে ‘দিলওয়ালে’, ‘ফ্যান’, ‘রইস’, ‘যব হ্যারি মেট সেজল’ ৷ সে কারণেই সম্ভবত ‘জিরো’ নিয়ে চরম আশাবাদী শাহরুখ ৷

হিন্দুস্থান টাইমস-কে দেওয়া একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘‘দেখুন আমি কিছুই পরিবর্তন করতে পারব না ৷ আর যদি আমি কিছু চেঞ্জ করতে না পারি, সেটা নিয়ে আমি ভাবব কেন? যদি মানুষ মনে করেন জিরো আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট, সেটা তাঁদের অনুভূতি ৷ যদি সত্যিই এই ছবি না চলে, কীই বা হবে? আমি ৬ মাস বা ১০ মাস কোনও কাজ করব না ৷ কিন্তু যদি আমি মনে করি, আমার অভিনয় ভাল ছিল তা হলে আবার কাজ করব ৷’’

‘‘আবার কামব্যাক করব ৷ যেভাবে ১৫ বছর ধরে করে আসছি ৷ অথবা হয়তো আর কামব্যাক করতেই পারব না ৷ ব্যবসায়িক জগতটা আসলে সম্পূর্ণ আলাদা ৷ তার একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে ৷ নিজেদের জায়গায় তাঁরা ঠিকই ৷’’

শাহরুখ বললেন, ছবি পছন্দ করার ক্ষেত্রে তিনি সবসময় দেখেন ছবির স্টোরিটা কী আর তাতে নতুনত্ব কী আছে? আর সে কারণেই সম্ভবত তিনি জিরো বেছে নিয়েছেন ৷ আনন্দ এল রাইয়ের এই ছবি সবদিক থেকেই ছকভাঙা ৷ এই ছবিতে একজন বামনের চরিত্রে অভিনয় করেছেন কিং খান ৷ স্টারডম ছেড়ে অনেকটাই বেরিয়ে এসেছেন তিনি ৷