মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

এক টেবিলে ইফতার করলেন ওজিল-এরদোগান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগানের সঙ্গে সম্পর্কটা বেশ দারুণ আর্সেনাল ও সাবেক জার্মান দলের মিড ফিল্ডার মেসুত ওজিলের। গত বছর রাশিয়া বিশ্বকাপের আগে সতীর্থ ইলকায় গুন্দোগানকে নিয়ে এরদোগানের নির্বাচনী প্রচারনায় অংশ নেয়ার পর তোপের মুখে পড়েছিলেন ওজিল। তা সত্ত্বেও এরদোগানের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি ঘটেনি সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলারের।    

ওজিল ও এরদোগানের মধ্যে সম্পর্ক যে এখনো আগের মতো অটুট রয়েছে তার প্রমাণ মিলল আরও একবার। 

শনিবার ইস্তানবুলে অটোমান যুগের দলমাবাহাস রাজপ্রাসাদে রাজকীয় এক ইফতার পার্টির আয়োজন করেন তুরস্কের প্রেসিডেন্ট। আর সেখানে বাগদত্তা এমিনে গুলসেকে নিয়ে এরদোগানের সঙ্গে একই টেবিলে বসে ইফতার করেন ওজিল। এ সময় বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় তাদের। 

 

এদিকে দীর্ঘদিনের বান্ধবী ও বাগদত্তা এমিনে গুলসের সঙ্গে শিগগিরই গাঁটছাড়া বাঁধতে যাচ্ছেন ওজিল। ইতোমধ্যে বিয়েতে অতিথি হিসেবে প্রেসিডেন্ট এরদোগানকে আসতে বিশেষ নিমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন ওজিল ও গুলসে।