রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩০ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

গোপনে কারা আপনাকে হিংসা করে জেনে নিন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০১ পিএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার

জীবনে চলার পথে নানা রকমের মানুষের সাথেই মিশতে হয়। সেখানে কেউ খুব কাছের হয় আবার কেউ দূরের। তবে কর্মক্ষেত্রে প্রতিদিনই নানা ধরনের মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। কেউ কেউ পছন্দের হলেও কেউ আবার অপছন্দেরও হয়।  কিন্তু কার মনে কি রয়েছে তা তো বোঝা যায় না। অনেক সময় কাছের মানুষদের দ্বারাই ক্ষতির মুখোমুখি হতে হয়। তবে এক্ষেত্রে কিছু আচরন দেখেই আপনি বুঝতে পারবেন কে আপনার দিকে সত্যিকারের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে, আর কে ক্ষতি করতে চায়। চলুন তবে জেনে নেয়া যাক এই বিষয়ে কিছু তথ্য-

১. সর্বদা আপনার খুঁত ধরেন এমন লোক থেকে সাবধান। এরা গোপনে আপনাকে হিংসা করে।

২. খেয়াল রাখবেন, আপনার পিছনে কেউ কোনো গুজব রটাচ্ছেন কি না। যদি রটে, তা হলে সেই গুজবের কারণ খুঁজে বের করুন। দেখবেন, তিনি কোনও গোপন ঈর্ষা থেকেই এই কাণ্ড ঘটাচ্ছেন।

৩. কেউ কি আপনাকে প্রয়োজন ছাড়াই উপদেশ দিচ্ছেন? এমন ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির গোপন হিংসার পাত্র হওয়ার সম্ভাবনাই বেশি।

৪. লক্ষ্য রাখুন, কেউ আপনাকে অনুকরণ করছেন কি- না। গোপনে ঈর্ষান্বিত ব্যক্তিদের এটা প্রাথমিক লক্ষণ।

৫. খেয়াল রাখবেন, কেউ অযথা আপনার প্রসংসা করছেন কি না। বেশি তোষামুদে মানুষের মনে কিন্তু গোপন হিংসা থাকে।

৬. কেউ যদি আপনার কোনো সাফল্যকে ছোট করে দেখেন, জানবেন, তিনি আপনার প্রতি ঈর্ষাকাতর।