মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

গুপ্তহত্যার আতঙ্কে কেজরিওয়াল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১৮ এএম, ২০ মে ২০১৯ সোমবার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গুপ্তহত্যার ভয়ে ভুগছেন বলে জানা গেছে। ইন্দিরা গান্ধীর মতো দেহরক্ষীদের দিয়ে গুপ্তহত্যার শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি।

শুক্রবার পাঞ্জাবে ভোট প্রচারে কেজরিওয়াল বলেন, ‘বিজেপি আমাকে একদিন শেষ করে দেবে। আমার ব্যক্তিগত দেহরক্ষীরাই আমাকে হত্যা করবে। আমার দেহরক্ষীরা বিজেপির কাছে রিপোর্ট করে।’ 

তবে আম আদমি পার্টির প্রধান অরবিন্দের এ হত্যার আশঙ্কা প্রথম নয়। বছর তিনেক আগেও একবার তাকে হত্যা করা হতে পারে বলে জানিয়েছিলেন কেজরিওয়াল।