মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

হন্ডুরাসে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৫

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৮ এএম, ২০ মে ২০১৯ সোমবার

হন্ডুরাসে শনিবার একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় পাইলটসহ পাঁচ বিদেশি নিহত হয়েছে। রোয়াতান দ্বীপ থেকে উড্ডয়নের পরপর বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা যায়।

এ ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপার পিএ-৩২-২৬০ বিমানটি পর্যটন বন্দর নগরী ট্রুজিলোর দিকে যাত্রা করেছিল। এটি রোয়াতান থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

তবে নিহতরা কোন দেশের নাগরিক তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে দেশটির কর্মকর্তারা।

 

স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।