শনিবার   ১২ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৬ মুহররম ১৪৪৭

মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এমবাপ্পে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৬ এএম, ১৯ মে ২০১৯ রোববার

বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম চমক কিলিয়ান এমবাপ্পে। ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে চলেছেন তিনি। লিগ ওয়ানে ডিজনের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইর ৪-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন এই ফরাসি সেনসেশন।

শনিবার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের তৃতীয় মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়া গোলের শুরু করেন। পরের মিনিটেই এডিনসন কাভানি ব্যবধান দ্বিগুণ করেন। আর কাপ ডি ফ্রান্সের ফাইনালে লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে ফিরেই জোড়া গোল পূর্ণ করেন ৩৬ ও ৫৬ মিনিটে।

এই ম্যাচের পর গোল্ডেন শু জয়ের দৌড়ে মেসির সঙ্গে ব্যবধান কমালেন এমবাপ্পে। লা লিগায় ৩৪ গোল নিয়ে ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে গোল্ডেন শু জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন মেসি। আর ৩২ গোল নিয়ে বার্সেলোনা অধিনায়কের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এই পিএসজি তারকা।