সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩০ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

কোচকে ভয় পাওয়া উচিত: রুনি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪৬ এএম, ১৯ মে ২০১৯ রোববার

ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার এখন ওয়ে গুন্নার সোলসার। হোসে মোরিনহো বরখাস্ত হওয়ার পরে গত বছরের ডিসেম্বরে তাঁকে তত্ত্বাবধায়ক ম্যানেজার করা হয়। দায়িত্ব নেওয়ার পরে ১৯ ম্যাচের ১৪টি জিতে চমকেও দেন তিনি। যে কারণে ম্যান ইউ দ্রুত তাঁকে স্থায়ী ম্যানেজার পদে নিয়োগ করে। কিন্তু তাঁর কোচিংয়ে পল পোগবারা সাফল্য ধরে রাখতে পারেননি। মৌসুমের শেষ দু’সপ্তাহ খুব খারাপ খেলেছে দল। প্রিমিয়ার লিগ প্রথম চার দলের মধ্যেও শেষ করতে পারেনি। যে কারণে পরের বার তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না। 

ম্যানইউয়ের প্রাক্তন তারকা ওয়েন রুনি মনে করেন, এ রকম কঠিন অবস্থা থেকেও ক্লাব পরের মৌসুমে ঘুরে দাঁড়াতে পারে। তবে সে ক্ষেত্রে সম্মান করার পাশাপাশি ম্যানেজারকে ফুটবলারদের ভয়ও পেতে হবে। বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে 

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘আমার মনে হয়, ফুটবলারদের ক্লাবে কাউকে একটা ভয় পাওয়া দরকার। বিশেষ করে ম্যানেজার ওয়ে গুন্নারকে (সোলসার)। একই সঙ্গে ফুটবলারেরা যেন মাইকেল ক্যারিককেও ভয় পায়। আসলে এই সমীহ করার জায়গাটাই একটা ক্লাবে এনে দেয় শৃঙ্খলা। যা বড় সাফল্যের জন্য সবচেয়ে জরুরি।’’