উত্তর প্রদেশে বাস-ট্রাক্টর ট্রলির সংঘর্ষে নিহত ৫, আহত ৩০
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩৯ এএম, ১৯ মে ২০১৯ রোববার

ভারতের উত্তর প্রদেশের লখনউ-আগ্রা মহাসড়কে শনিবার সকালে বাস ও ট্রাক্টর ট্রলির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বাসটি যাত্রী নিয়ে দিল্লি থেকে বিহারের দিকে যাচ্ছিল। এসময় দেভখারি গ্রামের কাছে আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়। এ দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বাসে কতজন যাত্রী ছিল তা এখনও জানা যায়নি।