মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৭ এএম, ১৯ মে ২০১৯ রোববার

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (১৭ মে) রাতে দেশটির মধ্যাঞ্চলের তেল হাসোমার সামরিক ঘাঁটিতে এ বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণে ঘটনায় কেউ আহত হননি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি সামরিক ঘাঁটির মেডিকেল গোডাউনে হঠাৎ করে একটি বিস্ফোরণ ঘটে। এরপর দ্রুত চার দিকে আগুন ছড়িয়ে পড়লে ঘাঁটিটির ব্যাপক ক্ষতি হয়। কিন্তু এখানের লোকজন সবাই নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। যে কারণে কারও কোনো ক্ষতি হয়নি।