মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

কেলেঙ্কারির ভিডিও ফাঁস, অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলরের পদত্যাগ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২০ এএম, ১৯ মে ২০১৯ রোববার

দুর্নীতি কেলেঙ্কারির ভিডিও ফাঁস হওয়ার একদিন পরই পদত্যাগ করলেন অস্ট্রিয়ান ভাইস-চ্যান্সেলর হেইনজ ক্রিশ্চিয়ান স্ট্র্যাচে। শুক্রবার (১৭ মে) একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। খবর নিউইয়র্ক টাইমস।

জার্মান পত্রিকা স্পিগেলের গোপন ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও ফাঁস হয়েছে। ২০১৭ সালে স্প্যানিশ দ্বীপ ইবজিয়ায় ধারণ করা ভিডিওটি শুক্রবার দেশটির সংবাদমাধ্যমে প্রচার করা হয়। যেখানে হেইঞ্জ ক্রিশ্চিয়ান স্ট্রাখে, ইউহান গুদেনুস এবং রাশিয়ান এক নারীর কথোপকথন রয়েছে। ভিডিওতে রাশিয়ান এক ব্যক্তির কাছ থেকে নিজ দলের নির্বাচনী প্রচারণার জন্য অর্থ সাহায্য চাইতে দেখা যায়।

ভিডিওটি গত বছর স্পেনের ইবিজার একটি অবকাশকেন্দ্রে ধারণ করা হয়। সেখানে হেইঞ্জ ক্রিশ্চিয়ান স্ট্রাখে তার নির্বাচনী ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় এবং অস্ট্রিয়ার সনামধন্য পত্রিকা ক্রোনেন জাইতুং কেনার বিষয়ে আলোচনা করেন।

 

অস্ট্রিয়ার জাতীয় নির্বাচনের কিছুদিন আগে ভিডিওটি ধারণ করা হয়। ধারণা করা হচ্ছে, নির্বাচনে জেতার জন্য ভাইস চ্যান্সেলর হেইঞ্জ ক্রিশ্চিয়ান স্ট্রাখে রাশিয়ান নারীর কাছে সাহায্য চেয়েছিলেন।

এদিকে ভিডিওটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর বিপুল সংখ্যক নাগরিক নতুন নির্বাচনের দাবিতে রাস্তায় মিছিল করছেন। এর মধ্যে তিনি পদত্যাগ করলেন।