মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

চীনে গোপন নথি বিক্রি: সিআইএ কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৪ এএম, ১৯ মে ২০১৯ রোববার

চীনা গোয়েন্দা সংস্থার কাছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি বিক্রি করার অভিযোগে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা কেভিন ম্যালোরিকে ২০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০১৭ সালের এপ্রিল ও মার্চে সাংহাই সফরকালে ২৫ হাজার ডলারের বিনিময়ে চীনা গোয়েন্দা সংস্থার কাছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি বিক্রি করার অভিযোগ কেভিন ম্যালোরির বিরুদ্ধে। ৬২ বছর বয়সী ওই গোয়েন্দাকে গুপ্তচরবৃত্তি আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে।

২০১৭ সালে ৫ মে চীনা এজেন্টকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আপনার উদ্দেশ্য তথ্য পাওয়া এবং আমার উদ্দেশ্য পয়সাও নেয়া।

 

মান্দারিন ভাষায় স্বচ্ছন্দে কথা বলতে পারা ওই মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কাজ করেছেন। পরবর্তীতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন বিশেষ এজেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এর আগে সিআইএর একজন কেইস অফিসার হিসেবেও কর্মরত ছিলেন ম্যালোরি।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জাকারি তেরউইলিগার বলেন, ম্যালোরি শুধু আমাদের দেশকেই বড় ঝুঁকির মধ্যে ফেলেননি, বরং তিনি ওইসব মানুষদের জীবনও বিপদে ফেলেছেন, যারা আমাদের দেশের সুরক্ষায় নিজেদের জীবন বিপন্ন করে।

এর আগে মার্চে দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়ায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা রন হ্যানসেনকে ১৫ বছরের সাজা দেওয়া হয়েছে। তিনিও চীনাদের কাছে গোপন তথ্য বিক্রির চেষ্টা করেছিলেন।