মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

সহজেই মার্কিন যুদ্ধজাহাজে হামলা সম্ভব: ইরান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৩ এএম, ১৯ মে ২০১৯ রোববার

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার চলমান উত্তাপ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বাকযুদ্ধের পাশাপাশি চলছে পাল্টাপাল্টি হামলার হুঙ্কার। তারই জের ধরে ইরান বলেছে, তারা সহজেই পারস্য উপসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজকে হামলার লক্ষ্যবস্তু বানাতে পারবে। 

শুক্রবার দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর পার্লামেন্ট সম্পর্ক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ সালেহ জোকার এ কথা বলেছেন।

সালেহ বলেছেন, ‘এমনকি আমাদের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সহজেই পারস্য উপসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজে হামলা করতে পারবে।’

 

তিনি বলেন, ‘আমেরিকা নতুন যুদ্ধের ব্যয় বহন করতে পারবে না এবং দেশটি মানবশক্তি ও সামাজিক পরিস্থিতির দিক থাকে বাজে অবস্থায় রয়েছে।’

এদিকে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দল রহিম মৌসাভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘শত্রুরা যদি ভুল হিসেব করে এবং কৌশলগত ভুল করে তাহলে তারা এমন জবাব পাবে যে তাদেরকে অনুশোচনা করতে হবে।’

উল্লেখ্য, গত সপ্তাহে পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানো হয়েছে। এছাড়া উপসাগরীয় অঞ্চলে সৌদি ট্যাংকারে গুপ্ত হামলার জের ধরে বাগদাদ থেকে গত সপ্তাহে কিছু কূটনীতিককে দেশে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।