ত্বকের যত্নে ‘লিচু’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০১ এএম, ১৯ মে ২০১৯ রোববার

ত্বকের যত্নে আমরা কতকিছুই না ব্যবহার করে থাকি। কিন্তু জানেন কি, লিচু শুধু সুস্বাদু ফলই নয় ত্বকের যত্নেও লিচুর জুড়ি নেই। লিচু নানা ভাবে ত্বককে সুস্থ রাখে। চলুন জেনে নেয়া যাক ত্বকের যত্নে লিচুর ব্যবহার-
১. লিচু ত্বকের কালো দাগ দূর করতে সহায়ক। ৪ থেকে ৫টি লিচুর পেস্ট বানিয়ে নিন। তার পরে মিশ্রণটি তুলোতে ভিজিয়ে কালো দাগগুলোতে লাগান। ১৫ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২. ত্বকে বয়সের ছাপ কমাতে লিচুর ভূমিকা রয়েছে। ৪ থেকে ৫ টি লিচু ও কলার ১/৪ ভাগ নিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে নিন। এবার ত্বকে ১৫ থেকে ২০ মিনিট ধরে ম্যাসাজ করুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৩. রোজ ৪ থেকে ৫ টি লিচু খান। এতেও ত্বকের উপকার হবে। লিচুতে ক্যালোরি নেই, তাই ওজন বাড়ার কোনো সম্ভাবনা নেই।
৪. ৭ থেকে ৮ টি লিচুর রস করে তার মধ্যে ২ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি স্ক্যাল্পে লাগান। এক ঘণ্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। তার পরে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
৫. ত্বকের ট্যান দূর করতে ৩ থেকে ৪ টা লিচুর পেস্ট বানিয়ে তার মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল সলিউশন মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে রেখে ৩০ মিনিট রাখুন। পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।