বিশ্বাস ভেঙে দেয় যে অভ্যাসগুলো
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বিশ্বাস অটুট রাখা। বিশ্বাস ভঙ্গ হলে সম্পর্কে ফাঁটল ধরবে এটাই স্বাভাবিক। তাই বিশ্বাসকে অটুট রাখার জন্য কিছু অভ্যাস আপনাকে ছাড়তেই হবে। তাহলেই আপনার সম্পর্ক টিকে থাকেবে।
ছাড় দেয়ার মানসিকতা না থাকা
সবসময় অন্যের দৃষ্টিকোণ থেকে সব বিষয় বোঝার চেষ্টা করতে হয়। এতে বিশ্বাস গড়ে উঠে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশেষজ্ঞ জেইন গ্রির বলেন, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অন্যকে সুখী রাখার চেষ্টা করতে হবে। এজন্য ছাড় দেয়ার মানসিকতা থাকা জরুরি। আর এমনটি করলে একজনের প্রতি আরেকজনের বিশ্বাস দৃঢ় হয়। এর বিপরীত হলেই বিশ্বাস ভাঙতে শুরু করে।
নিজের ভুল বুঝতে না পারা
নিজের ভুল বুঝতে না পারা একটা বড় ধরনের সমস্যা। এটা কাটিয়ে উঠতে হবে। নিজের কোনও ভুল হলে তার জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করতে হবে এবং পরবর্তীতে এমন ভুল না হওয়ারও প্রতিশ্রুতি দিতে হবে। এর ব্যতিক্রম হলে বিশ্বাস ভাঙতে পারে।
পরিকল্পনা নষ্ট করা
একটি সম্পর্কে প্রতিনিয়ত বিভিন্ন পরিকল্পনা হয়। যেমন- ঘুরতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, খেতে যাওয়া ইত্যাদি। বিশ্বাস টিকিয়ে রাখতে কখনোই এসব পরিকল্পনা নষ্ট করা যাবে না। বিশেষ কারণে একটি পরিকল্পনার বাস্তবায়ন না-ই হতে পারে। তাই বলে প্রতিটি পরিকল্পনা যেন ভেস্তে না যায়। এমনটি হলে বিশ্বাস নিম্নমুখী হবে।
গোপনে কাজ করা
সঙ্গীর গোপনে কোনও কাজ করবেন না। কোথাও ফোন কিংবা মেসেজ দিতে হলে তার সামনেই দেয়ার চেষ্টা করুন। এতে বিশ্বাস দৃঢ় হবে। যদি গোপনে কিছু করার চেষ্টা করেন, তাহলে বিশ্বাস ভাঙবে। তাই এসব বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করুন।