‘স্কোয়াডে নয় রিজার্ভে তাসকিন!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫০ পিএম, ১৮ মে ২০১৯ শনিবার

বিশ্বকাপের দ্বাদশ আসরকে সামনে রেখে স্বপ্নের শেষ নেই। বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়ে সেই স্বপ্নের অংশীদার হয়েছেন পেসার আবু জায়েদ রাহী। এরপর থেকে কানা ঘুষা। পরিবর্তন আসছে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাচ্ছেন তাসকিন। কিন্তু তা নয়। স্কোয়াডে নয় বিশ্বকাপের রিজার্ভ দলে থাকছেন তাসকিন। এমনটাই জানালেন বিসিবি বোর্ড সভাপতি।
শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে বিসিবির আনুষ্ঠানিক ইফতার ও দোয়া মাহফিলে সংবাদ মাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ইনজুরি না হলে স্কোয়াডে আর কোনো পরিবর্তন আসবে না।
তবে তাসকিন আহমেদ, ইমরুল কায়েসদের মতো ৬-৭ খেলোয়াড়কে নিয়ে বিশ্বকাপের রিজার্ভ স্কোয়াড গঠন করার কথাও জানিয়েছেন তিনি। ‘অপ্রত্যাশিত কোনো কারণ যেমন কোনো খেলোয়াড়ের ইনজুরি বা এমন কিছু না হলে আমরা বিশ্বকাপ স্কোয়াডে কোনো পরিবর্তন আনছি না। যে ১৫ জন দেয়া হয়েছে ওরাই খেলবে বিশ্বকাপে।’
তবে যদি কেউ ইনজুরিতে পড়ে তখন কাকে বা কাদের নেয়া হবে স্কোয়াডে? এমন কিছু ভেবেছে কি টিম ম্যানেজম্যান্ট? এই প্রশ্নের উত্তরে পাপন জানান প্রতিটি পজিশনের জন্যই সম্ভাব্য পরিবর্তিত খেলোয়াড়দের নিয়ে একটা তালিকা করেছে বিসিবি, যাদের রাখা হবে রিজার্ভ স্কোয়াডে।
তিনি আরো বলেন, ‘বিশ্বকাপে আমাদের সম্ভাব্য পরিবর্তিত খেলোয়াড়দের একটা তালিকা করেছি। প্রতিটা পজিশনের জন্য আলাদা আলাদা বিবেচনা করেই আমরা এ রিজার্ভ স্কোয়াডটা বানিয়েছি, যেখানে ৬-৭ জন খেলোয়াড়ের নাম রয়েছে।’
কোন ৬-৭ খেলোয়াড়কে নিয়ে করা হয়েছে রিজার্ভ স্কোয়াড সে ব্যাপারে কিছু বলেননি পাপন। তবে জানিয়েছে ইমরুল কায়েস ও তাসকিন আহমেদের নাম। দলে পাঁচ পেসার থাকায় এ মুহূর্তে তাসকিনের জায়গা নেই। তবে কেউ ইনজুরিতে পড়লে তাসকিনের নামই আগে আসবে বলে জানান পাপন।
বিসিবি সভাপতির ভাষ্যে, ‘আপনি উদাহরণ স্বরুপ দেখেন, আমাদের স্কোয়াডে মুস্তাফিজ, রুবেল, সাইফউদ্দিন আছে পেসার হিসেবে। সেখানে আবু জায়েদ হলো পঞ্চম পেসার। তাই আমরা তাসকিনকে রিজার্ভ স্কোয়াডে রেখেছি। কেউ ইনজুরি তাকেই নেয়া হবে। একইভাবে ওপেনিংয়ে আমরা রেখেছি ইমরুলকে, মিডল অর্ডার থেকে শুরু করে প্রতিটা জায়গার জন্য খেলোয়াড় নিয়ে একটা তালিকা করেছি।
বিসিবির অভিভাবকের কথা অনুযায়ী বিশ্বকাপ নিশ্চিত রাহীর। আবু জায়েদ রাহীই ত্রিদেশীয় সিরিজের নিজের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচে সুবিধা করতে না পারলেও। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট নিয়ে জেতেন ম্যাচসেরা খেলোয়াড়ের পুরষ্কার।