শনিবার   ১২ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৬ মুহররম ১৪৪৭

তিতের স্কোয়াডে নেই মার্সেলো

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ১৮ মে ২০১৯ শনিবার

ব্রাজিলে আগামী মাসেই বসছে এবারের কোপা আমেরিকার আসর। এই আসরকে সামনে রেখে স্বাগতিক ব্রাজিল তাদের ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। দল নির্বাচনে চমক হিসেবে নাম নেই দুই রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র ও মার্সেলো।

২০১৬ সালে কোপা আমেরিকার আসর খুব একটা ভালো কাটেনি ব্রাজিলের। সেই আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় লাতিন আমেরিকার দলটিকে। দলের এমন বিপর্যয়ের পরই কোচের দায়িত্বভার তুলে নেন তিতে। তার অধীনের দলটি কোচকে হতাশ করেনি। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের আসরেও দারুণ পারফর্ম করেছিল।

এবার ঘরের মাঠে খেলা। স্বাভাবিকভাবেই শিরোপা নিজেদের ঘরেই তুলে রাখতে চাইবেন কোচ। সে লক্ষ্যেই দল সাজিয়েছেন কোচ। তবে রিয়াল মাদ্রিদের নিয়মিত খেলোয়াড় মার্সেলোর দলে না থাকা অবাক করেছে অনেককেই। এছাড়া মার্সেলোর সতীর্থ ভিনিসিয়াস ও লিভারপুল তারকা ফ্যাবিনহোরও দলে জায়গা হয়নি।

১৪ জুন প্রথম ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল। ৪ দিন বাদে ভেনিজুয়েলা এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২২ জুন তাদের প্রতিপক্ষ পেরু।

ব্রাজিল স্কোয়াড :
গোলরক্ষক : অ্যালিসন, এডারসন ও ক্যাসিও।
রক্ষণভাগ : দানি আলভেজ, ফাগনার, ফিলিপ লুইস, অ্যালেক্স সান্দ্রো, মিরান্ডা, থিয়াগো সিলভা, মারকুইনহোস ও এডার মিলিতাও।
মধ্যমাঠ : ক্যাসিমিরো, ফার্নানদিনহো, আর্থার, অ্যালান, লুকাস পাকেতা ও ফিলিপ কৌতিনহো।
আক্রমণভাগ : নেইমার, রিচারলিসন, ডেভিড নেরেস, এভারটন, রবার্তো ফিরমিনো ও গ্যাব্রিয়েল জেসুস।