সেই ভাইরাল ‘গ্রাম্পি ক্যাট’র মৃত্যু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৯ পিএম, ১৮ মে ২০১৯ শনিবার

সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় ‘গ্রাম্পি ক্যাট’ খ্যাত বিড়াল টার্ডার সস মারা গেছে। মঙ্গলবার অসুস্থতার কারণে সাত বছর বয়সে তার মৃত্যু হয়। বিড়ালটির মালিক টাবিথা বানডেসেনে’র বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
টার্ডার সস-এর মালিক এ সম্পর্কে এক বিবৃতিতে জানায়, বিড়ালটি সম্প্রতি সময়ে মুত্রনালীর সংক্রমণে ভূগছিল।
অ্যারিজোনা অঙ্গরাজ্যের এ বিড়ালটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে হাসিয়েছে। বিনোদিত করেছে। ২০১২ সালে ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ছবির কারণে সাধারণ একটি বিড়াল থেকে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি তারকা বনে যায়। এরপর তার বিভিন্ন ছবি দিয়ে ইন্টারনেটে তৈরি করা হয় হাজার হাজার মিম।
টাবিথা বানডেসেন জানান, টার্ডার সসে’র অদ্ভূত মুখভঙ্গিটি ফেলাইন ডোয়ারফিজম নামক একটি রোগের কারণে হয়েছিলে।
বিশ্বজুড়ে খ্যাতি পাওয়ায় টার্ডার সস বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়েছিল। এমনকি ২০১৪ সালে ক্রিসমাসের সময় তাকে নিয়ে একটি চলচিত্রও তৈরি করা হয়।