ঘরেই তৈরি করুন ‘রোজ পারফিউম’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৩৯ পিএম, ১৮ মে ২০১৯ শনিবার

বাজার থেকে না কিনে আপনি ঘরে বসেই খুব সহজে গোলাপের পাপড়ি দিয়ে সুগন্ধি তৈরি করতে পারবেন। যুগ যুগ ধরেই সুগন্ধি হিসেবে গোলাপের পাপড়ি ব্যবহৃত হয়ে আসছে। চলুন তবে জেনে নেয়া যাক গোলাপের সুগন্ধি তৈরির পদ্ধতিটি-
একটি পাত্রে ২ কাপ পানি গরম করে তার মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে দিন। পাপড়িগুলো যেন পানিতে ডুবে থাকে। ৩০ মিনিট অল্প আঁচে রেখে নামিয়ে পানি ছেঁকে নিন। পাপড়িগুলো চেপে চেপে পানি বের করে নিন। এতে অল্প একটু গোলাপ জল মিশিয়ে স্প্রে বোতলে ঢেলে নিন। ব্যস খুব সহজেই তৈরি হয়ে গোলাপের সুগন্ধি। এভাবে দীর্ঘদিন ফ্রিজে রেখে এই সুগন্ধি ব্যবহার করতে পারেন ।