রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩০ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

ঘরোয়া উপায়েই বাড়বে চুল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১৮ মে ২০১৯ শনিবার

বড় চুল সকলেই পছন্দ করেন। কিন্তু সঠিক পরিচর্যার কারণে তা হয়ে ওঠেনা। তাই মেনে চলুন কিছু ঘরোয়া উপায় যা খুব সহজেই আপনার চুল করবে লম্বা, সুন্দর ও স্বাস্থ্যবান। ঠিক যেমনটি আপনি চান। চলুন তবে জেনে নেয়া যাক চুল দ্রুত বড় করার উপায়গুলো- 

নিমের পেস্ট
রূপচর্চায় নিমের ব্যবহার অধিক। চুলের সাদা হওয়া প্রতিরোধে এবং চুল দ্রুত বড় করতে নিমের পেস্ট অনেক উপকারি। নিম পেস্ট স্ক্যাল্পের জন্য ভালো। নিমপাতা দিয়ে ভারি পেস্ট তৈরি করে স্ক্যাল্পে মাখুন এবং শুকিয়ে এলে ভালোভাবে ধুয়ে ফেলুন।  

ডিমের মাস্ক
ডিমের মধ্যে রয়েছে সালফার, জিঙ্ক, স্যালেনিয়াম, আয়রন, ফসফরাস। ডিমের মাস্ক চুলে প্রোটিনের চাহিদা পূরণ করে চুল দ্রুত বড় করতে সাহায্য করে। ডিমের ব্যবহারে চুল উজ্জ্বল ও স্বাস্থ্যবান হয়।

পেঁয়াজের রস
চুল গজানো ও চুল পড়া রোধে পেঁয়াজের রস অনেক উপকারি। এটি চুল দ্রুত বড় করার একটি পুরোনো কৌশলও বলা চলে। পেঁয়াজের মধ্যে থাকা সালফার উপাদান কোলাজেন প্রোটিন তৈরিতে সাহায্য করে এবং চুল দ্রুত বড় করে।