শনিবার   ১২ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৬ মুহররম ১৪৪৭

বিশ্বকাপ মিশনে ইংল্যান্ডে পৌঁছল অস্ট্রেলিয়া দল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৫ এএম, ১৮ মে ২০১৯ শনিবার

আসছে ৩০ মে পদা উঠবে বিশ্ব ক্রিকেটের মহারণ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। এবারের ১২তম আসরে অংশগ্রহণ করছে ১০টি দেশ।

এরই মধ্যে বিশ্বকাপ মিশনে অংশ নিতে ইংল্যান্ড পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 

ইংল্যান্ডে যাওয়ার আগে তুরস্কের গালিপলি পেনিনসুলা পরিদর্শন করে অজিরা। ঐতিহ্যবাহী এই স্থান থেকে অনুপ্রেরণা নিয়ে আসর শুরু করতে চায় বিশ্বকাপের সবচেয়ে সফলতম দলটি।

 

তুরস্কের ঐতিহ্যবাহী গালিপলি পেনিনসুলা স্থাপনাটির সঙ্গে জড়িয়ে আছে অস্ট্রেলিয়ার ইতিহাস। তাই চূড়ান্ত লড়াইয়ে নামার আগে এখান থেকেই অনুপ্রেরণাটা নিয়ে গেলেন অজিরা।

আগামী ১ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। তার আগে ২২, ২৫ ও ২৭ মে তিনটি প্রস্তুতি ম্যাচে উইন্ডিজ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে সামলাবে জাস্টিন ল্যাঙ্গারের দল।

পেসার প্যাট কামিন্স বলেন, গালিপলি আমাদের কাছে অবেগের স্থান। এই স্থানটির সঙ্গে জড়িয়ে আছে অস্ট্রেলিয়ার ইতিহাস। আশা করছি, বিশ্বকাপ শুরুর আগে এই ভ্রমন আমাদের অনুপ্রাণিত করবে। তাছাড়া অনেক আগেই আমরা ইংল্যান্ড চলে এসেছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এটা যথেষ্ট সহযোগিতা করবে।