মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ভবনের ওপর ভেঙে পড়লো যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪৭ এএম, ১৮ মে ২০১৯ শনিবার

ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান এফ-১৬। ক্যালিফোর্নিয়ার ‘মার্চ এয়ার রিজার্ভ বেইজ’র পাশেই একটি ভবনের ওপর ভেঙে পড়ে অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি। তবে এই ঘটনায় কোনো রকমে প্রাণে বেঁচে যান পাইলট। কারণ যখন এই ঘটনা ঘটে তখন নিরাপদে বিমান থেকে বের  হয়ে যেতে সক্ষম হন পাইলট। অন্যদিকে ভবনে ওপর ভেঙে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, গত বৃহস্পতিবার নিয়মিত প্রশিক্ষণের সময় মারাত্মক এই দুর্ঘটনা ঘটে। মার্কিন বিমান কর্মকর্তারা জানান, বিমানটি ওড়ার পর ক্যালিফোর্নিয়ার এয়ার ন্যাশনাল গার্ডে যাওয়ার কথা ছিল। বিমানটি ভেঙে পড়ার পর সেখানে বিধ্বংসী আগুন ধরে যায়। ঘটনার পর একাধিক সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ওই ভবনের ছাদে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। বাড়িটি বেশিরভাগ অংশই ভস্মীভূত হয়ে গেছে।

মার্কিন বিমান ঘাঁটির মুখপাত্র মেজর পেরি কভিংটন জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে বিমানটি দুর্ঘটনায় পড়ে। একটি গুদাম ঘরের ওপর গিয়ে সেটি ভেঙে পড়ে। তবে ওই সময় গুদাম ঘরের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।