মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৮ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

ক্যাটরিনার শাড়িতেই মশগুল সালমান, ব্যস্ত হলেন... (ভিডিও)

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৮ এএম, ১৮ মে ২০১৯ শনিবার

সালমান অভিনীত ছবি ‘ভারত’ এর নতুন আরো একটি গানব শুক্রবার প্রকাশ পেয়েছে। সেখানে সাল্লুর সঙ্গে হাজির ছিলেন ক্যাটরিনা কাইফও। তবে গান প্রকাশ অনুষ্ঠানে গিয়ে ক্যাটরিনার শাড়ির কুচির ভাঁজ ওলট-পালট হয়ে গিয়েছিল। তা চোখে পড়ায় অনুষ্ঠানের ফাঁকেই তা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েন বলিউডের এই ভাইজান। যা দেখে অনেকেই বলেছেন এবার নায়িকরা শাড়িতে মশগুল হলেন সালমান এবং পাশাপাশি অবাকও হয়েছেন। নিমেষে ক্যামেরাবন্দি হয় এই দৃশ্য।

একসময় সালমান ক্যাটরিনার প্রেমের কথা বেশ চর্চিত ছিল। তবে তাদের সম্পর্ক ভাঙার খবরও একসময় শিরোনামে উঠে আসে। মাঝে অবশ্য রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার প্রেমের কথা প্রায় সকলেরই জানা। ক্যাটরিনার সঙ্গে প্রেম করার জন্য রণবীরের সঙ্গেও সম্পর্ক তিক্ত হয় সালমানের। পরে রণবীরের সঙ্গেও ক্যাটের ব্রেকআপের পর আজকাল প্রায় সবসময়ই ফের সাল্লু ও তার পরিবারের কাছকাছিই দেখা যায় অভিনেত্রীকে। 

তবে সালমান-ক্যাটরিনা নতুন করে কাছাকাছি এসেছেন কিনা তা অবশ্য প্রকাশ্যে কেউই এখনো মুখ খুলে কিছুই বলেননি। 

প্রসঙ্গত, শুক্রবার মুক্তি পায় ‘ভারত’ ছবির ‘জিন্দা’ গানটি। যা ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মন কেড়েছে।