মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৮ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

কান উৎসবে ‘রাজকন্যা’ কঙ্গনা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৬ এএম, ১৮ মে ২০১৯ শনিবার

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সোজা সাপ্টা কথা বলার কারণে প্রায়ই খবরে শিরোনামে আসেন এ অভিনেত্রী। তবে এবারের কান চলচ্চিত্র উৎসবে নিজের রাজকন্যার মতো সাজের কারণে সবার প্রশংসা কুঁড়িয়েছেন তিনি। 

এবার রেড কার্পেটে তিনি ধরা দিয়েছেন একেবারে বাঙালি সাজে। ফাল্গুনী ও শানে পিককের ডিজাইন করা সোনালি শাড়িতে এবার লাল গালিচায় হেঁটেছেন বলিউডের মণিকর্ণিকা।

ফেস্টিভ্যালে যোগ দিতে মাত্র ১০ দিনে ৫ কেজি ওজন কমিয়েছেন কুইন অভিনেত্রী। চমকে দিয়েছেন সকলকে। তার লুকে রয়েছে সোনালি শাড়ি, মেরুন গ্লাভস, সোনালি কাজ করা ব্লাউজ, কোমরবন্ধ, চুল বিশেষ কায়দায় বাঁধা।

এদিকে, অশ্বিনী আইয়ার তিওয়ারির ‘পাঙ্গা’ ছবির শ্যুটিংয়ে বর্তমানে ব্যস্ত কঙ্গনা। যেখানে কাবাডি খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাউয়াতকে। পাঙ্গা ছবিতে অভিনয়ের জন্য ১০ কেজি ওজন বাড়িয়েছিলেন ‘কুইন’ অভিনেত্রী। তবে কান চলচ্চিত্র উৎসব থাকান অগত্যা তাকে ওজন কমাতেই হল।