শনিবার   ১২ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৬ মুহররম ১৪৪৭

প্রকাশ হলো বিশ্বকাপের থিম সং

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৬ এএম, ১৮ মে ২০১৯ শনিবার

দোরগোড়ায় আইসিসি বিশ্বকাপ ২০১৯। বিশ্বকাপ নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত প্রকাশ করছে আইসিসি। বিশ্বকাপের আম্পায়ার প্যানেল, ম্যাচ রেফারিদের তালিকা, ধারাভাষ্যকার প্যানেল ও প্রাইজমানি ইতিমধ্যে জেনে গেছেন সবাই। 

১৭ মে শুক্রবার আইসিসি প্রকাশ করলো বিশ্বকাপের অফিসিয়াল থিম সং।

যে কোনো ধরনের ক্রীড়া আসরে থিম সং আসরের উত্তেজনা কয়েকগুন বাড়িয়ে দেয়। ২০১০ ফিফা বিশ্বকাপে শাকিরার ওয়াক্কা ওয়াক্কা এখনো ভক্তদের মনে সাড়া দিয়ে যায়।

ক্রিকেট বিশ্বকাপ ২০১১ এর থিম সং প্রকাশ হয়েছিল ৩ স্বাগতিক দেশের ভিন্ন ৩ ভাষায়। বাংলা ভাষায় প্রকাশিত গান মার ঘুরিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সবার কাছে।

২০১৫ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপের থিম সং ইটস টাইম ফর আস বিপুল জনপ্রিয়তা পায়। বিশ্বকাপের সময় প্রায় প্রতিটি চ্যানেলেই প্রচারিত হতো গানটির অসাধারণ মিউজিক ভিডিও।