মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

শত্রুবিমানে নজরদারি চালাবে বিধ্বংসী ড্রোন ‘অভ্যাস’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩১ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার

হাই স্পিড এক্সপ্যানডেবল এরিয়াল টার্গেট (এইচইএটি বা সংক্ষেপে হিট) ‘অভ্যাস’ ড্রোনের সফল উৎক্ষেপণ করল ভারতের ডিআরডিও। সোমবার ভারতের ওড়িষ্যার চাঁদিপুরের ইন্টেরিম টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে এই আনম্যানড ড্রোনের উত্ক্ষেপণ করে ডিআরডিও।

ড্রোনটির উৎক্ষেপণের সময় বেশ কয়েকটি রাডার ও ইলেকট্রো অপটিক সিস্টেমের মাধ্যমে ট্র্যাক করা হয়।

সূত্রের খবর, বিভিন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এবং শত্রুপক্ষের কোন বিমান দেশের সীমানায় ঢুকে পড়েছে কি না, তার খোঁজে ব্যবহার করা হতে পারে আনম্যানড এই এয়ারক্রাফ্ট।

 

বাইরে থেকে নিয়ন্ত্রণ করতে হবে না এই ড্রোনকে। অটোপাইলট সিস্টেম রয়েছে ‘অভ্যাস’এ। আর এই সিস্টেমকে কাজে লাগিয়েই লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে লক্ষ্য বানাতে পারবে।

ছোট গ্যাস টার্বাইন ইঞ্জিন ও দেশীয় প্রযুক্তিতে তৈরি মাইক্রো ইলেকট্রো মেকানিক্যাল (এমইএমএস) নেভিগেশন সিস্টেম নিয়ন্ত্রণ করবে এই ড্রোনকে।