ছারপোকা দমন করার সহজ উপায়
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার

ছারপোকা, রক্তচোষা এই পতঙ্গটি তেলাপোকার চেয়েও ভয়ঙ্কর। যাদের জীবন ছারপোকার যন্ত্রণায় অতিষ্ঠ, তারাই ভালো বলতে পারবেন। তবে এই দুষ্টু পোকাটি দমন করতেও আছে বেশ কিছু সহজ উপায়।
ঘরে ছারপোকার আক্রমণ ঘটলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সেদ্ধ করে ধুয়ে ফেলুন। কারণ এরা মোটামুটি ১১৩ ডিগ্রি তাপমাত্রাতে মারা যায়। অন্যান্য জায়গা থেকে ছারপোকা তাড়াতে সারা ঘরে ভালো করে ভ্যাকুয়াম করুন। ভ্যাকুয়াম করার সময় খেয়াল রাখুন যাতে ঘরের মেঝেও বাদ না পড়ে। এতে করে ছারপোকার বিস্তার অনেকটাই কমে যাবে।
ছারপোকা তাড়াতে মাঝে মধ্যে আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ দিন। এতে ছারপোকা সহজেই পালাবে। এছাড়া সপ্তাহে অন্তত একবার হলেও সারা ঘর ভালো করে পরিষ্কার করুন। ঘরের যে স্থানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দুই থেকে তিন দিন এভাবে স্প্রে করার ফলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে। এছাড়া আসবাবপত্র ও লেপ-তোশক পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত রোদে দিন। এতে করে ছারপোকার আক্রমণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই ছারপোকা থাকলে সেগুলো মারা যাবে।
দেয়াল থেকে দূরে রাখুন আপনার বিছানা। ঘুমানোর আগে ও পরে বিছানা ভালো করে ঝেড়ে ফেলুন। এছাড়া ঘরের যে স্থানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দুই থেকে তিন দিন এভাবে স্প্রে করার ফলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে।