রোববার   ২০ জুলাই ২০২৫   শ্রাবণ ৫ ১৪৩২   ২৪ মুহররম ১৪৪৭

স্মার্টফানের স্টোরেজ খালি করতে গুগলের ‘পরামর্শ’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৬ এএম, ১৭ মে ২০১৯ শুক্রবার

নতুন ফোন কেনার সময় ক্যামেরার পাশাপাশি স্টোরেজের বিষয়টিকে জোর দেন অনেকেই। তাই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো দিন দিন স্টোরেজের পরিমাণ বাড়াচ্ছে। তবুও অনেক সময় এমন কিছু অ্যাপ ব্যবহার করতে হয় যা স্মার্টফোনের স্টোরেজ স্পেসে অনেক জায়গা দখল করে রাখে। এখন থেকে অ্যাপগুলো সরাতে সাহায্য করবে গুগল।

ফিচারটি ইতোমধ্যে বিশ্বজুড়ে কিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। গুগল জানিয়েছে প্লেস্টোরের এই নতুন ফিচারটি হয়তো সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য চালু করা হবে না। এমনকি এটি শুধু পরীক্ষামূলক প্রকল্প হিসেবেও রয়ে যেতে পারে।

প্লেস্টোর এই সুপারিশগুলো ব্যবহারকারীদেরকে নোটিফিকেশন আকারে পাঠাবে। এতে ট্যাপ করলে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনের অযাচিত অ্যাপগুলো দেখতে পাবেন যেগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে না। তারপর ব্যবহারকারীরা সেই অ্যাপগুলো মুছে দিতে পারবেন।