শনিবার   ১২ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৬ মুহররম ১৪৪৭

৪ রানে অল-আউট গোটা টিম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১২ এএম, ১৭ মে ২০১৯ শুক্রবার

দলের কোন ব্যাটসম্যানসই রান করতে পারেননি। মাত্র ৪ রানে অল আউট হয়ে যায় কেরালার অনূর্ধ্ব ১৯ জেলা ক্রিকেট টিম। ওই ৪ রানও ব্যাটিং থেকে নয়, বোলিং টিমের দয়ায় অতিরিক্ত হিসেবে আসে। এমনই হাস্যকর ঘটনা ঘটেছে কেরালার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টে ওয়ানাড বনাম কাসারাগডের ম্যাচে। 

জেলা ক্রিকেটের এই ম্যাচে প্রথমে টস জিতে ব্যাটিং নেন কাসারাগডের অধিনায়ক এস আকসথা। তবে টিমের প্রত্যেকে যে একইভাবেই আউট হয়ে প্যাভিলিয়ন ফিরে যাবেন, তা আশা করেননি অধিনায়ক। 

বুধবারের এই ম্যাচে প্রত্যেক ব্যাটসম্যান ০ করলেও ওয়ানাডের বোলাররা অতিরিক্ত ৪ রান দেন। যার জেরে কাসারাগডের স্কোর হয় ৪। তবে স্বাভাবিক ভাবেই তারা ম্যাচ হেরে যায়।