প্রতিদিনের যে কাজগুলো আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:০৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

বিশ্বায়নের এই সময় জীবন সহজ করার নাম করে বিভিন্ন কোম্পানি নানা অপ্রয়োজনীয় জিনিস ক্রয় করাচ্ছে আমাদের দিয়ে। এগুলো আমাদের টাকাই লস করায় না বরং আমাদের জীবনকে ঠেলে দেয় মৃত্যুর দিকে। এমন কিছু বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন। জেনে নিন এবং বর্জন করুন। সুস্থ সবল জীবন গড়ুন।
প্ল্যাস্টিকের পাত্রে খাবার : প্রতিদিনের যে কাজগুলো আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে!প্লাস্টিকয়ের তৈরী পাত্রতে খাবার রাখি সব সময়। কিন্তু আমরা চিন্তাও করতে পারিনা এতা কি পরিমান ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে ৫ ঘণ্টার বেশি সময় প্ল্যাস্টিকের পাত্রে খাবার রাখলে খাবার আর খাওয়া উচিত নয়। কারন প্ল্যাস্টিক থেকে প্রচুর বিষক্রিয়া হয়।
টয়লেট ব্যবহার :প্রতিদিনের যে কাজগুলো আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে! টয়লেটে সঠিক ভাবে না বসলে হতে পারে নানা শরীরের সমস্যা। সঠিক ভাবে বসার নিয়ম হল ৯০ ডিগ্রি এঙ্গেলে। সঠিক ভাবে না বসলে পায়খানা ক্লিয়ার হয়না হতে পারে অর্শ্বরোগ ,কোষ্ঠকাঠিন্য এমনকি কোলন ক্যান্সার । তাই টয়লেটে বসার ক্ষেত্রে সচেতন হন।
ক্রক্স জুতা : প্রতিদিনের যে কাজগুলো আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে! অনেকে এই ধরনের জুতা পরে থাকেন। কিন্তু এই জুতার কারণে হতে পারে পায়ের নানা রোগ।
চোখে মাসকারার ব্যবহার : প্রতিদিনের যে কাজগুলো আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে! মেয়েদের নিকট মাসকারা অনেক পরিচিত একটি উপাদান। সৌন্দয্য বর্ধনে এর ব্যবহার। কিন্তু এতা থেকে হতে পারে কঠিন চোখের রোগ। কারন, মাসকারায় ভ্যাক্ট্যেরিয়া ফাঙ্গাস সহ নানা ক্ষতিকর জীবাণু থাকে। তাই আপনার পরিচিতদেরকে মাসকারা ব্যবহার করতে বারণ করুন।
হাতল বিহীন কড়াই: প্রতিদিনের যে কাজগুলো আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে! কড়াই আমাদের প্রতিদিনকার প্রয়োজনীয় পাত্র। অনেকে হাতল বিহীন কড়াই ব্যভার করে। যখন আগুনের তাপ ২৩০ ডিগ্রী সেলসিয়াস হয় তখন অনেক ক্ষতিকর উপাদান কড়াইয়ের উপরে ভেসে উঠে। ডেনিশ গবেষকরা বলেন এতে এত বেশি বিষ যুক্ত উপাদান থাকে জা থেকে ক্যান্সার হতে পারে।
ব্যাকটেরিয়া নাশক সাবান: প্রতিদিনের যে কাজগুলো আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে! এই সাবান কেবল মাত্র টাকা ছিনিয়ে নেওয়ার ধান্দা। কারণ গবেষকরা বলে হাতে যে ব্যাকটেরিয়া থাকে তা সাধারন সাবানে চলে যায়। কিন্তু এই ব্যাকটেরিয়া নাশক সাবান থেকে হতে পারে হরমনাল ভারসাম্য হীনতা, মাংশের ডেসট্রপি সহ নানা রোগ।