রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩০ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

পুর ভরা ক্যাপসিকাম

নিউজ ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার

ইফতারের টেবিলে যদি ভিন্ন স্বাদের কিছু রাখা যায় তবে যেন এর মজা দ্বিগুণ হয়ে যায়। তেমনই একটি খাবার পুর ভরা ক্যাপসিকাম। যা শরীরে পুষ্টি বৃদ্ধির পাশাপাশি দিবে সুস্থতাও। চলুন তবে জেনে নেয়া যাক সুস্বাদু পুর ভরা ক্যাপসিকামের রেসিপিটি-

উপকরণঃ আলু সেদ্ধ ১টি বড়, রুইমাছের পেটি (হালকা করে ভেজে টুকরো করে নেয়া) ২০০ গ্রাম, আদাবাটা আধা চামচ, রসুনবাটা আধা চামচ, পেঁয়াজ কুঁচি ১টি, রোস্টেড চিনাবাদাম ১ চা-চামচ, কিশমিশ কুঁচি ১ চামচ, লবণ ও চিনি স্বাদমতো, মরিচ গুঁড়ো স্বাদমতো, হলুদ গুঁড়ো আধা চামচ, ছোট আকারের ক্যাপসিকাম ৫টি, বেসন ২৫০ গ্রাম, ভাজার জন্য সরষের তেল।

প্রণালীঃ ক্যাপসিকামের বোটার কাছে গোল করে কেটে ভেতর থেকে বীজ ও সাদা অংশ বের করে পরিষ্কার করে নিন। সামান্য গরম পানিতে ক্যাপসিকামগুলো অল্প ভাপিয়ে নিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি অল্প ভেজে নিন। তাতে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন। এতে আলু, মাছ চিনাবাদাম, কিশমিশ কুঁচি, স্বাদমতো লবণ ও চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে রাখুন। এবার ক্যাপসিকামের ভেতর এই পুর ভরে ক্যাপসিকামের কাটা বোটার অংশ ওপরে দিয়ে চাপ দিয়ে বন্ধ করে দিন। সামান্য পানি, লবণ ও মরিচ গুঁড়ো দিয়ে বেসন গুলে পুর ভরা ক্যাপসিকামগুলো তাতে ডুবিয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে, ডুবো তেলে ক্যাপসিকামগুলো ভেজে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু পুর ভরা ক্যাপসিকাম, এবার সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।