বুদ্ধপূর্ণিমায় পশ্চিমবঙ্গে আত্মঘাতী হামলার আশঙ্কা
নিউজ ডেস্ক:
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:১৮ পিএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার

আগামী ১৮ মে বুদ্ধ পূর্ণিমা। এদিন পশ্চিমবঙ্গে বুদ্ধদের কোনও গুম্ফায় নারী আত্মঘাতী জঙ্গি হামলা চালাতে পারে বলে সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি।
গোয়েন্দা সূত্রের খবর, চলতি সপ্তাহে রাজ্যপুলিশ ও রাজ্যের সব গোয়েন্দা সংস্থার কাছে এ সংক্রান্ত সতর্কবার্তা পাঠায় আইবি। পাশাপাশি সেনাবাহিনীর কাছেও পাঠানো হয়।
গত বুধবার পাহাড়, সমতলের বিভিন্ন ইউনিটকে ওই বার্তা পাঠিয়ে নজরদারি বাড়াতে বলেছে সেনাবাহিনী।
ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) জানিয়েছে, কোনও জঙ্গি সংগঠন বুদ্ধপূর্ণিমার দিন রাজ্যে অস্থিরতা তৈরি করতে এমন হামলা চালানোর ছক কষেছে। ওইদিন গুম্ফাগুলোয় পূণ্যার্থীদের ভিড়ের মধ্যে ঢুকে কোনও নারী আত্মঘাতী জঙ্গি এই কাজ করতে পারে বলে জানানো হয়েছে। তবে কোনও সংগঠনের নাম বলা হয়নি।
১৯ মে রাজ্যের শেষ দফার নির্বাচন। তার আগের দিন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এই হামলার ছক কষা হয়েছে বলে আইবির পক্ষ থেকে জানানো হয়েছে।
গোয়েন্দা সূত্রের খবর, উত্তরবঙ্গের দার্জিলিং জেলার পাহাড় এবং সমতল এলাকায় একাধিক বৌদ্ধ গুম্ফা রয়েছে। সেগুলোয় ইতোমধ্যে নজরদারি বাড়িয়ে দেয়া হয়েছে। বুদ্ধপূর্ণিমার আগের দিন থেকেই তল্লাশি চলবে।