নাইজারে জঙ্গি হামলায় ১৭ সেনা নিহত
নিউজ ডেস্ক:
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:১০ পিএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জঙ্গিদের অতর্কিত হামলায় ১৭ সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এ হামলার কথা স্বীকার করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’কে দেশটির সরকারের মুখপাত্র আবদুর রহমান জাকারিয়া জানান, পশ্চিমাঞ্চলীয় শহর টোঙ্গো টোঙ্গোর কাছে ঘটা বুধবারের এ হামলায় আরো ১১ জন সেনা নিখোঁজ রয়েছেন।
হামলা সম্পর্কে তিনি বলেন, রাজধানী নিয়ামেই থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগারে জঙ্গিরা হামলা চালায়। এ সময়ে তাদেরকে প্রতিহত করতে আসা একটি পুলিশের গাড়ি মাটিতে পুঁতে রাখা মাইনের আঘাতে বিস্ফোরিত হয়। ফলে এ প্রাণহানির ঘটনা ঘটে। দুই বছর আগে ২০১৭ সালে একই স্থানে জঙ্গিরা ৪ মার্কিন সেনাকে হত্যা করেছিল।
এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল-কায়েদার স্থানীয় অনুসারীরা এ হামলাটি চালিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের মাথচারা দিয়ে ওঠায় নাইজারসহ ওই অঞ্চলের বিভিন্ন দেশে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলেও জানান তিনি।