মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রমজানে জনসম্মুখে খাওয়ার অভিযোগে আটক ৮০

নিউজ ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার

রমজানের দিন জনসম্মুখে খাওয়ার অভিযোগে ৮০ জনকে আটক করেছে উত্তর নাইজেরিয়ার কানো রাজ্যের  ইসলামিক শরিয়া পুলিশ।

দেশটির যেসব রাজ্যে ২০০০ সালের পর থেকে শরিয়া আইন কার্যকর করা হয়, কানো তার মধ্যে একটি। ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়া আইনও আংশিকভাবে বাস্তবায়ন করা হয়।

কানো রাজ্যের হিসবাহ মুখপাত্র আদামু ইয়াহইয়া বিবিসিকে বলেন, আটককৃত ব্যক্তিদের সবাই মুসলিম।

তিনি বলেন, আটককৃতদের কয়েকজন জানিয়েছেন যে তারা রমজানের চাঁদ নিজে না দেখায় রোজা পালন করেন না আর অন্যান্যরা অসুস্থতাকে রোজা না রাখার কারণ হিসেবে উল্লেখ করেছেন। তবে কর্তৃপক্ষ তাদের সবার যুক্তিকেই ভিত্তিহীন বলে দাবি করেছে।

প্রথমবার আইন ভাঙায় আটককৃত ৮০ জনকে সতর্ক করে ছেড়ে দেয়া হয় বলে জানান ইয়াহইয়া। তাদেরকে সাবধান করে দেয়া হয় যে, এরপর যদি তারা ধরা পড়ে তাহলে তাদের আদালতেও পাঠানো হতে পারে।

পুরো রমজান মাস জুড়েই এধরণের অভিযান চলবে বলে হিসবাহ'র পক্ষ থেকে জানানো হয়েছে।