সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

পর্যবেক্ষণে সাকিব!

নিউজ ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার

ত্রিদেশীয় সিরিজের নিয়ম রক্ষার ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় সাইড স্ট্রেনের ব্যথা নিয়ে মাঠ ছাড়া সহ অধিনায়ক সাকিব আল হাসানের চোট গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে। আপাতত তাকে একদিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু এমনটাই জানান।

টিম সুত্রে বলা হয়, ‘আশা করছি ও (সাকিব) ফিট আছে। তবে এখনই কিছু বলতে পারছি না। একদিন পর্যবেক্ষণে থাকবে। কাল জানা যাবে।’
বুধবার  ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে বেশ স্বাচ্ছন্দেই ব্যাট করছিলেন এই টাইগার অলরাউন্ডার। কিন্তু ম্যাচের ৩৭তম ওভারের শেষ বলটি খেলেই দেখা যায় তিনি লুটিয়ে পড়েন। বেশ কিছু সময় তাকে মাঠে শুয়ে থাকতে দেখা যায়।

এরপর ফিজিও তিহান চন্দ্রমোহন প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ব্যাটিংয়ে ফেরালেও কিছু সময় ব্যাট করে খানিক বাদে মাঠ থেকে বেরিয়ে যান। ততক্ষণে অবশ্য ক্যারিয়ারের ৪২তম ফিফটি (৫০) তুলে নিয়েছেন এই টাইগার অলরাউন্ডার।

এখন চিন্তার বিষয় ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি খেলতে পারবেন তো সাকিব?