নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ
নিউজ ডেস্ক:
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২৭ পিএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার

নেপালে অনুষ্ঠিত এশিয়া কাপ হুইল চেয়ার টি-টোয়ন্টি টুর্নামেন্টের প্রথম আসরে বেশ ভালোই খেলছে টিম বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। যদিও প্রথম ম্যাচে পাকিস্তানে বিপক্ষে হার দেখেছিল বাংলাদেশ।
বাংলাদেশের কাছে কোনো পাত্তাই পায়নি স্বাগতিক নেপাল। পুরো সময়টা জুড়ে ব্যাটে-বলে বেশ প্রভাব খাটিয়েই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ৫ বল বাকি থাকতেই ইনিংস গুটিয়ে যায় স্বাগতিকদের। রানের খাতায় তারা যোগ করে ১৪৮ রান।নেপালের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন হোমনাথ রায়। এছাড়া দিগম সিং ৩৫ ও বিষ্ণু পাকর ১৬ রান করেন।
১৪৯ রানের জবাবে খেলতে নেমে দারুণ সূচনা করে বাংলাদেশ। মাত্র ১৮.৪ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টিম টাইগার। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন মোহাম্মদ রিপন। অর্ধ-শতক হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে অপরাজিত থাকেন এ ব্যাটসম্যান। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ মহিদুল ইসলাম দুটি ও মোহাম্মদ রামিম শেখ একটি উইকেট লাভ করেন।