মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

মুসলিম বন্দিদের সঙ্গে রোজা রাখছেন শতাধিক হিন্দু

নিউজ ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৬ পিএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার

পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই হিন্দু ধর্মাবলম্বী বন্দী তাদের জেল সুপারদের জানিয়ে দেন যে তারাও মুসলিম সহবন্দীদের সঙ্গে রোজা রাখবেন। জেল সুপাররা সেসব হিন্দু বন্দিদের জন্য রোজা রাখার ব্যবস্থা করেন।

ভারতের একটি কারাগারে মুসলিম বন্দিদের সঙ্গে রোজা রাখছেন শতাধিক হিন্দু ধর্মাবলম্বী বন্দি।

দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী দিল্লির তিহারের কারাগারে ১৫০ জন হিন্দু ধর্মাবলম্বী বন্দি রোজা রাখছেন। গত বছরও এসব কারাগারে ৫৯ হিন্দু বন্দি রোজা পালন করেন বলে জানিয়েছে তারা।

কারা কর্তৃপক্ষের এক মুখপাত্র জানালেন, তিহারের সবগুলো কারাগারে ১৬ হাজার ৬৬৫ জন বন্দী আছেন। তাদের মধ্যে মুসলিম এবং হিন্দু মিলিয়ে ২ হাজার ৬৫৮ জন রোজা রেখেছেন।  

রোজা রাখা নিয়ে অনেকে বলছেন তারা মুসলিম বন্দিদের সঙ্গে সংহতি জানিয়ে রোজা করছেন। অনেকে বলছেন, রমজানে রোজা রাখা বন্দীদের জন্য বিশেষ আয়োজন করা হয় তাই।

জেল কর্তৃপক্ষ বলছেন, কারাগারে আসার পর অনেক বন্দি ধর্মান্তরিত হয়েছেন। কিন্তু তারা সেটা গোপন রাখতে চান আর এই কারণেই তারা রোজা রেখে প্রকৃত ঘটনাটা আড়াল করার চেষ্টা করছেন।