মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

যুক্তরাষ্ট্রের সমালোচনায় জাসিন্দা আরডান

নিউজ ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১৫ পিএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তিনি বলেন, বিশ্বজুড়ে এতো বন্দুক হামলার ঘটনা ঘটার পরেও যুক্তরাষ্ট্র এসব অস্ত্র নিষিদ্ধ করার ক্ষেত্রে কেনো ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যুক্তরাষ্ট্রীয় গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন সমালোচনা করেন তিনি। 

জাসিন্দা বলেন, সম্প্রতি বাজে অভিজ্ঞতার পরে নিউজিল্যান্ড অস্ত্র আইনে এরইমধ্যে পরিবর্তন এনেছে। এছাড়াও অস্ট্রেলিয়ায় ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনার অভিজ্ঞতার পরে স্বয়ংক্রিয় ও আধা-স্বয়ংক্রিয় বন্দুকের ব্যাপারে আইন পরিবর্তন করেছে। কিন্তু বিশ্বব্যাপী এসব বন্দুক হামলার ঘটনা ঘটে যাওয়ার পরেও মার্কিন যুক্তরাষ্ট্র চুপ করে আছে। এমনকি তাদের অস্ত্র আইনে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এখন প্যারিসে অবস্থান করছেন। যেখানে কূটনীতিক দেশগুলো এবং বিশ্বব্যাপী প্রযুক্তি কোম্পানির সঙ্গে ‘ক্রাইস্টচার্চ কল’এ স্বাক্ষর করেন। স্বাক্ষরটি অনলাইন সন্ত্রাসী ও সহিংস সামগ্রী নির্মূল কারার ক্ষেত্রে অঙ্গিকার। তবে যুক্তরাষ্ট্র এ চুক্তিতে স্বাক্ষর করেনি।