মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৮ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

আনুশকার গোয়ায় কাজ কী?

নিউজ ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩০ এএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ‘জিরো’ ছবিতে অভিনয়ের পরে আর কোন নতুন কাজও হাতে নেই তার। আর তাই এমন অবসরে স্বামী বিরাট কোহলিকে নিয়ে গোয়ায় উড়ে গেলেন তিনি। বৈশাখের বিকেলে গোয়ায় একটি রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা গেল বিরাট-অনুশকাকে। তবে এমন অবসরের মাঝেও ভিন্ন কাজেও সেখানে গিয়েছেন  বিরাট পত্নী। 

রেস্তোরাঁয় সময় কাটানোর সময় আনুশকা এবং বিরাট কোহলির এই আয়োজনে তাদের সঙ্গে ছিলেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। এই ব্যক্তির সঙ্গেই গভীর আলোচনায় মগ্ন ছিলেন তারা। তবে কী নিয়ে তারা আলোচনা করছেন সেই জল্পনায় এখন মশগুল পুরো নেট দুনিয়া। এমন সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

দুজনের পরনেই ছিল সামার কুল সাদা শার্ট। আপাতত কোনো নতুন ছবিতে সই করেননি অনুশকা। নিজের মতো করে সময় কাটাচ্ছেন। ব্যস্ত নিজের প্রোডাকশন হাউসের কাজ নিয়েও। আর কিছুদিন বাদেই বিরাট উড়ে যাবেন বিশ্বকাপের জন্য। তার আগে একান্তে ছুটি উপভোগ করছেন দুজনেই।