স্বপ্নে পাওয়া নাম্বারে কিনলো লটারি, মিললো ১০ লাখ ডলার
নিউজ ডেস্ক:
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১৫ মে ২০১৯ বুধবার

স্বপ্নে দেখেছিলো একটি নাম্বার, আর সেই নাম্বারের লটারি ১৩ বছর পরে কিনে মিললো ১০ লাখ ডলার। শুনে একটু অবাক হলেও বাস্তবেই এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার এক নাগরিকের সঙ্গে। যিনি তাসমানিয়ার ইস্ট ডেভেনপোর্ট নিউজ এজেন্সি থেকে লটারি কিনে জিতে নিয়েছিলেন এত টাকা।
নাম প্রকাশ না করার শর্তে অস্ট্রেলিয়ার ওই নাগরিক দেশটির গণমাধ্যমকে জানান, ১৩ বছর আগে তিনি একটি লটারির নাম্বার স্বপ্নে দেখেন। সেই থেকে ওই নাম্বারের লটারির টিকিট কিনেন তিনি।
তিনি বলেন, লটারির ড্র অনুষ্ঠিত হওয়ার পর অনলাইনে নাম্বারটা চেক করতেই আমি এমন সংবাদ পাই। আমি এতে তেমন একটা অবাক হইনি, কেননা আমি জানতাম এই নাম্বারের লটারি কিনলে আমি পাবই। আমি কখনো লটারি জিতার আশা ছেড়ে দেইনি।
ওই অস্ট্রেলিয়ার নাগরিক আরো জানান, এই নাম্বারটি আসলে একটি লাকি নাম্বার। এর আগেও কয়েকেবার আমি এই নাম্বার কিনে পুরস্কার জিতে ছিলাম। ভবিষ্যতেও পুরস্কার জিততে ওই নাম্বারের আরো লটারি কিনবো।