মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ইয়েমেনে সরকারি বাহিনীর হামলায় নিহত ৯৭

নিউজ ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১৫ মে ২০১৯ বুধবার

মধ্যপ্রাচ্যের ইয়েমেনে সৌদি সমর্থিত দেশটির সরকারি বাহিনীর হামলায় ৯৭ জন হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। এছাড়া আটক করা হয়েছে আরো ১২০ জনকে। 

বুধবার দেশটির আল-ডালিয়া প্রদেশে অবস্থানকৃত হুতি বিদ্রোহীদের ওপর এ হামলা চালানো হয় বলে দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে সৌদি রাষ্ট্রিয় টেলিভিশন আল-আরাবিয়া জানিয়েছে।

এর আগে মঙ্গলবার সৌদি আরবের একটি তেল ক্ষেত্রে ড্রোন দিয়ে হামলা চালায় ইরান সমর্থিত ইয়েমেনি হুতি বিদ্রোহীরা। 
হামলার দায় স্বীকার করে টুইটারে এক বিবৃতিও প্রকাশ করে তারা। বিবৃতিতে বাহিনীটির মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম জানান, ইয়েমেনে সৌদি আরবের অবিরত নৃশংস হামলার প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে।