মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৮ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

হিন্দি গানে বাপ্পা মজুমদার

নিউজ ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০২ পিএম, ১৫ মে ২০১৯ বুধবার

প্রথমবারের মতো হিন্দি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। বন্ধুকে নিয়ে গাওয়া এ গানটি তৈরি হয়েছে বাংলা ও হিন্দি ভাষায়। গান দুটোতে বাপ্পার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী সোনা মহাপাত্র। 

হিন্দি গানের শিরোনাম ‘সাওয়ারি’ আর বাংলাটা ‘বন্ধুরে’। হিন্দি গানের কথা লিখেছেন বলিউডের গীতিকবি নুসরাত বদর। অন্যদিকে বাংলা গানের কথা লিখেছেন শাহান কবন্ধ। দুটো গানের সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।

এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার জানান, গানগুলোর কাজ শেষ করতে অনেকটা সময় লেগেছে তার। প্রথমবারের মতো গানটি এক সঙ্গে দুই দেশে রিলিজ করবে ক্রেইন্স এবং সনি ডিএডিসি।

এছাড়াও  প্রথমবারের মতো নজরুলসংগীত প্রকাশ করতে যাচ্ছেন বাপ্পা মজুমদার। শিগগিরই তিনি শেষ করবেন এর রেকর্ডিং। আসছে ২৪ মে নজরুল জন্মবার্ষিকীতে এটি প্রকাশ করা হবে।